<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১৫৬ জন আহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৩৭৪ জন নিহত এবং এক লাখ দুই হাজার ২৬১ জন আহত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে লেবাননে গতকাল ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লেবাননে এখন পর্যন্ত দুই হাজার ৮৯৭ জন নিহত ও ১৩ হাজার ৪০২ জন আহত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজা, লেবানন, ইয়েমেন, ইরাক ও ইরান থেকে ইসরায়েলে হামলার ঘটনায় এ বছর অন্তত ২৮ হাজার বার নিরাপত্তা সাইরেন বেজেছে। আলজাজিরার ফ্যাক্টচেক সংস্থা সনদ এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে তারা। বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউএফপি) জানিয়েছে, গাজার মানবেতর পরিস্থিতি অল্প সময়ের মধ্যে দুর্ভিক্ষে পরিণত হতে পারে। কারণ ইসরায়েলি বাহিনী সেখানে খাদ্য ও অন্যান্য দরকারি পণ্য সরবরাহ প্রবেশে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতালে পরিষেবা বন্ধ হয়ে গেছে। সেখানে অনবরত বোমা হামলা এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে সেবা বন্ধ রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, গত মাসে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় এক হাজার ৮০০ মানুষ নিহত এবং চার হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। তবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী কর্মরত থাকা অবস্থায় হামলার কবলে পড়েছে এবং তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বা কাজ করতে বাধা দেওয়া হয়েছে। দুর্যোগকবলিত এলাকা এটি। আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখার জন্য এবং সাহায্য নিরাপদে পৌঁছানোর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননে নিহত তিন</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের মুহূর্তে পূর্ব সীমান্ত এলাকায়ও হামলা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লেবাননে এখন পর্যন্ত দুই হাজার ৮৯৭ জন নিহত এবং ১৩ হাজার ৪০২ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৭২ জন নারী ও শিশু রয়েছে। গতকাল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় প্রথমে তিনজন নিহত এবং আরো ৯ জন আহত হয়। আলজাজিরা ভিডিও যাচাই করে জানিয়েছে, আরো দুই শহরে হামলা হয়েছে। তাতে আরো ১১ জনের প্রাণ ঝরেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের বালবেক এলাকায় হিজবুল্লাহসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করতে পারে। ওই সব এলাকায় অন্তত তিন দফায় হামলার খবর পাওয়া গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মাসখানেক ধরে তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে। স্থল অভিযানও করছে ইসরায়েলি বাহিনী। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>