<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে হারিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে অভিবাসন, অর্থনীতি ও ইউক্রেন যুদ্ধের মতো বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে তাঁর রাজনৈতিক এজেন্ডাগুলো প্রচুর সমর্থন পাবে বলেই মনে হচ্ছে। কারণ তাঁর দল পুনরায় উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে। নির্বাচনী প্রচারণায় বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করেছেন ট্রাম্প। তিনি কিভাবে এসব লক্ষ্য অর্জন করবেন, এর ব্যাখ্যা দেননি। তবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রথমেই সাতটি কাজ করায় গুরুত্ব দেবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নথিবিহীন অভিবাসীদের নির্বাসন : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রচারে অবৈধ অভিবাসী বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এ ছাড়া তাঁর প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে শুরু হওয়া প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন। বিশেষজ্ঞরা বলছেন, যে পরিমাণ অবৈধ অভিবাসী বিতাড়নের প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন, তাতে বড় ধরনের আইনি জটিলতায় পড়বেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনীতি, কর ও শুল্কের পদক্ষেপ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাইডেনের আমলের উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে মূল্যস্ফীতিকে সরাসরি প্রভাবিত করার ক্ষমতা একজন প্রেসিডেন্টের নেই। বকশিশের ওপর কর, সামাজিক সুরক্ষা কর ও করপোরেশন করছাড়ের প্রস্তাবও দিয়েছেন। বাণিজ্য ঘাটতি কমাতে বেশির ভাগ বিদেশি পণ্যে অন্তত ১০ শতাংশ শুল্কারোপের প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া চীন থেকে আসা পণ্যে আরো ৬০ শতাংশ শুল্কারোপ করা হতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জলবায়ু বিধি-নিষেধ শিথিল : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্প</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রেসিডেন্ট থাকাকালে প্রথম দেশ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গাড়িশিল্পকে সহায়তা করতে বিধি-নিষেধ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেন যুদ্ধের ইতি : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> যুদ্ধে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার সহায়তা দেওয়ার কট্টর সমালোচক ট্রাম্প। তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টায় এই সংঘাতের অবসান ঘটাবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গর্ভপাত নিষিদ্ধ নয় : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিছু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সমর্থকদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কমলার সঙ্গে বিতর্কে ট্রাম্প বলেছিলেন, তিনি জাতীয় গর্ভপাত নিষেধাজ্ঞার আইনে স্বাক্ষর করবেন না। ২০২২ সালে সুপ্রিম কোর্টের রায়ে দেশব্যাপী গর্ভপাতের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়। যদিও ট্রাম্প বলে আসছেন, গর্ভপাত ইস্যুতে আইন প্রণয়নের ক্ষেত্রে রাজ্যগুলোর সিদ্ধান্ত নেওয়া উচিত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যাপিটলে হামলাকারীদের ক্ষমা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জানুয়ারি মাসে মার্কিন পার্লামেন্ট ক্যাপিটল ভবনে সহিংসতার মামলায় দোষী সাব্যস্ত কয়েকজনকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথকে বরখাস্ত : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওভাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অফিসের দায়িত্ব নেওয়ার দুই সেকেন্ডে বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথকে বরখাস্ত করার কথা বলেছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি অভিযোগের তদন্তের নেতৃত্বে ছিলেন তিনি। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>