<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ তাঁর মন্ত্রিসভার অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করার পর গত বুধবার দেশটির ক্ষমতাসীন জোট ভেঙে গেছে। ওলাফ শোলজ জানিয়েছেন, আগামী বছরের শুরুতে তিনি সরকারের প্রতি আস্থা ভোট আহবান করবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা পর জার্মানিতে রাজনৈতিক বিশৃঙ্খলার সূচনা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্রি ডেমোক্রেটিক (পিডিপি) পার্টির ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করার পর ওলাফ শোলজ তাঁর সোশ্যাল ডেমোক্রেটিকদের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল গ্রিন্সদের নিয়ে একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দেবেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এই পরিস্থিতিতে আইন পাস করার জন্য তাঁকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শোলজ আগামী ১৫ জানুয়ারি পার্লামেন্টে আস্থা ভোট আয়োজনের পরিকল্পনা করেছেন। ২০২৫ সালের মার্চের শেষ নাগাদ দেশটিতে আগাম নির্বাচনের সূচনা ঘটাতে পারে ওই ঘটনা। শোলজ বলেছেন, বাজেট পাস ও সামরিক ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে বিরোধী রক্ষণশীল দলীয় নেতা ফ্রেদেরিক ম্যাথসের সমর্থন চাইবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজেট নীতি ও জার্মানির অর্থনীতির গতিমুখ নিয়ে ওলাফ শোলজের তিন দলীয় জোট সরকারের মধ্যে কয়েক মাস ধরে বনিবনা হচ্ছিল না।         সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>