<p>যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের লোকান্ট্রি এলাকার একটি গবেষণাগার থেকে ৪৩টি বানর পালিয়ে গেছে। খাঁচার দরজা খোলা পেয়ে রিসাস ম্যাকাক প্রজাতির বানরগুলো পালিয়ে যায়। তাদের খুঁজে ধরার চেষ্টা করছে পুলিশ।</p> <p>বানরগুলো দেখভালের দায়িত্বে ছিল আলফা জেনেসিস নামের একটি কম্পানি। চিকিৎসাবিষয়ক পরীক্ষা-নিরীক্ষা এবং অন্যান্য গবেষণার কাজে বানরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী পালন করে তারা।</p> <p>সরকারি কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার অনুরোধ করেছে। কোথাও বানর দেখতে পেলে কর্তৃপক্ষকে দ্রুত জানানোর অনুরোধও করা হয়েছে। সাধারণ নাগরিক যেন বানরের কাছে যাওয়ার চেষ্টা না করে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।</p> <p>পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বানরগুলো কম বয়সী নারী বানর। তাদের প্রতিটির ওজন প্রায় সোয়া তিন কেজি করে। আলফা জেনেসিস এরই মধ্যে বানরের দলটির অবস্থান শনাক্ত করতে পেরেছে এবং তাদের খাবারের লোভ দেখিয়ে আটকের চেষ্টা করছে। বানরগুলোকে ধরতে এলাকাটিতে ফাঁদ পাতা হয়েছে। পুলিশও মোতায়েন রয়েছে।</p> <p>গবেষণা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ছোট আকারের বানরগুলোর ওপর কোনো পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়নি। কম বয়সী বানরগুলো রোগজীবাণু ছড়ানোর মতো নয়।</p> <p>আলফা জেনেসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ ওয়েস্টারগার্ড দুঃখ প্রকাশ করে বলেছেন, বানরগুলো পালিয়ে যাওয়ার ঘটনাটি হতাশাজনক। বানরগুলো নিজে নিজেই খাঁচায় ফিরবে। কারণ, ওরা আপেল পছন্দ করে। জঙ্গলে তারা পছন্দের খাবার পাবে না। সূত্র : বিবিসি</p> <p> </p>