<p>দক্ষিণ কোরিয়ায় মাছ ধরার একটি নৌকা ডুবে অন্তত দুজন নিহত এবং আরো ১২ জন নিখোঁজ রয়েছে। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, গতকাল শুক্রবার দেশটির জেজু দ্বীপের উপকূলে নৌকাটি ডুবে যায়। কাছাকাছি থাকা মাছ ধরার জাহাজগুলো ১৫ জন ক্রু সদস্যকে পানি থেকে উদ্ধার করলেও দুজনকে তীরে আনার পর মৃত ঘোষণা করা হয়। জেজুর উপকূলরক্ষী কর্মকর্তা কিম হান-না বলেছেন, উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন নিরাপদে রয়েছেন। ২৭ জন ক্রু সদস্যের মধ্যে ১৬ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ১১ জন বিদেশি নাগরিক ছিলেন। মাছ ধরার নৌকাটি গত বৃহস্পতিবার জেজুর সেওগউইপো বন্দর থেকে ছেড়ে গিয়েছিল। বন্দর থেকে ২৪ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মাছ ধরার নৌকা থেকে বিপদের সংকেত পায় পার্শ্ববর্তী জাহাজগুলো। পাশে থাকা একটি জাহাজ সাহায্যের জন্য এগিয়ে যায়। ক্রু সদস্যরা জানিয়েছেন, জাহাজটিতে হঠাৎ পানি উঠতে শুরু করে এবং ডুবে যেতে থাকে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল নিখোঁজ ক্রু সদস্যদের খুঁজে বের করার এবং উদ্ধারের জন্য কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন। গতকাল ভোরবেলা খবর পাওয়ার পর সকাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষী বাহিনী, ফায়ার সার্ভিস এবং সামরিক বাহিনীর অন্তত ১১টি জাহাজ এবং ৯টি বিমান জীবিতদের উদ্ধার শুরু করে। এ সময় ১৩টি বেসামরিক জাহাজ তাদের সহায়তা করে। সূত্র : বিবিসি, আলজাজিরা</p>