<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে এক আফগান নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সরকার। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফরহাদ শাকেরি (৫১) নামের ওই ব্যক্তিকে অভিযুক্ত করে। ট্রাম্পকে হত্যা করতে শাকেরিকে একটি পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দিয়েছিল ইরান। মার্কিন সরকার বলেছে, শাকেরিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ইরানে আছেন। যদিও এসব দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে তেহরান। নিউইয়র্কের ম্যানহাটন আদালতে করা অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কর্মকর্তা ট্রাম্পের ওপর নজরদারি ও তাঁকে হত্যা করতে গত সেপ্টেম্বরে শাকেরিকে একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ইরান সরকারের কট্টর সমালোচক এক মার্কিন সাংবাদিককে হত্যাচেষ্টার পরিকল্পনায় শাকেরিকে সহায়তার অভিযোগে আরো দুজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন, কার্লিসলে রিভেরা ও জোনাথন লোডহল্ট। গত বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>