<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের আসক্তির বিষয়ে দায়ের করা ২৫টি মামলা থেকে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে দায়মুক্তি দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত বৃহস্পতিবার জাকারবার্গের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের আদালতের বিচারক ইয়ভন গনজালেজ রজার্স। জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের গুরুতর মানসিক স্বাস্থ্যঝুঁকির বিষয়টি শিশুদের কাছ থেকে গোপন রাখতে মেটাকে নির্দেশ দিয়েছেন তিনি। ভুক্তভোগীদের দাবি, জাকারবার্গ ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ঝুঁকিগুলো আড়াল করার কথিত প্রচেষ্টার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পথপ্রদর্শক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। তবে বিচারক বলেছেন, জাকারবার্গ কী ভুল করেছেন, তা সুনির্দিষ্ট নয়। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকলেই কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় না। সূত্র : দ্য হিন্দু</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>