<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। প্রথম ধাপে ৮১টি আসনের ৪৩টিতে গতকাল ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ১০টি অঙ্গরাজ্যের ৩১টি বিধানসভা এবং দুটি লোকসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে দক্ষিণ ভারতীয় অঙ্গরাজ্য কেরালার ওয়েনাড় আসন। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। সর্বশেষ লোকসভা নির্বাচনে এখানে জয় পান রাহুল। কিন্তু রায়বেরেলি আসন ধরে রেখে এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এখানে জিতলে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হবেন প্রিয়াঙ্কা। এই আসনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির নব্য হরিদাস ও কমিউনিস্ট পার্টির সত্যায়ন মোকেরি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ঝাড়খণ্ডে এবার দুই ধাপে বিধানসভার ভোটগ্রহণ হচ্ছে। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে। প্রথম ধাপের নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) ২৩ জন, মিত্র কংগ্রেসের ১৭ জন এবং লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের পাঁচজন প্রার্থী লড়াই করছেন। অন্যদিকে বিরোধী জোট এনডিএ থেকে বিজেপির ৩৬ জন, জনতা দল ইউনাইটেডের দুজন এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টির সাতজন প্রার্থী লড়াই করছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই রাজ্যে জয় পেতে মরিয়া হয়ে আছে বিজেপি। এ কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ছুটে গেছেন ঝাড়খণ্ডে। প্রচারের শুরু থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইন্ডিয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জোটকে আক্রমণ করেছেন তাঁরা।<br /> বিজেপির অভিযোগ, জেএমএম, কংগ্রেস ও আরজেডি জোটের সরকারের মদদে গত পাঁচ বছরে আদিবাসীদের জমি গ্রাস করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ক্ষমতাসীন ইন্ডিয়া জোট কি ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করবে, এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২৩ নভেম্বর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া রাজস্থানের সাতটি, পশ্চিমবঙ্গের ছয়টি, আসামের পাঁচটি, বিহারের চারটি, কেরালার তিনটি, মধ্য প্রদেশের দুটি এবং মেঘালয়, গুজরাট, ছত্তিশগড় ও কর্ণাটকের একটি আসনে উপনির্বাচন হয়েছে। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>