<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইসরায়েল তার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অর্জন করেছে। গাজায় যুদ্ধ শেষ করার সময় এসেছে। গতকাল বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের এ কথা বলেন বিদায়ি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েল নিজেরা যেসব মানদণ্ডের আলোকে নিজেদের লক্ষ্য নির্ধারণ করেছিল, তার সবই পূরণ হয়েছে। তাই এটাই যুদ্ধ শেষ হওয়ার সময় হওয়া উচিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গাজায় ও লেবাননজুড়ে ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুর মিছিল যেন থামছে না। দেশ দুটিতে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে এক দিনে কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছে। এর মধ্যে গাজায় নিহত হয়েছে ৬৩ ফিলিস্তিনি। আর লেবাননে প্রাণ হারিয়েছে আরো ৪৪ জন। গতকাল বুধবার পৃথক খবরে আলজাজিরা ও বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। এ ছাড়া গাজার পশ্চিম দেইর আল-বালাহর আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরো ছয়জন নিহত হয়েছে বলে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরো ৪৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার সরাসরি ইরানি জনগণের প্রতি একটি বার্তা দিয়েছেন। এতে তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার নিজ দেশের জনগণকে ইসরায়েলের চেয়েও বেশি ভয় পায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, জনগণকে ভয় পায় বলেই তাদের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নগুলো ভেঙে দেওয়ার চেষ্টায় অনেক বেশি সময় ও অর্থ খরচ করছে ইরান।<br /> সূত্র : আলজাজিরা, এএফপি, আনাদোলু</span></span></span></span></span></p>