<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে যোগ দিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী বিবেক রামাস্বামী। সরকারের ব্যয় সাশ্রয়ের জন্য গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সিতে তাঁরা দুজন কাজ করবেন বলে গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের প্রধান মিত্র হয়ে ওঠেন মাস্ক। রিপাবলিকান পার্টিকে জেতাতে প্রচারণায় ১০ কোটি ডলারের বেশি খরচ করেন এই প্রযুক্তিবিদ। অন্যদিকে বিবেক রামাস্বামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের জন্য ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন; যদিও পরে ট্রাম্পকে সমর্থন দিয়ে লড়াই থেকে সরে যান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্প বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে এ দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রের খোলস ভেঙে ফেলা, অতিরিক্ত বিধি-বিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানো এবং কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথ প্রশস্ত করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : এএফপি</span></span></span></span></span></p>