<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের বিশেষ কমিটি গতকাল বলেছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যাচ্ছে। ইসরায়েল অনাহারকেও গাজায় যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করছে। এদিকে গাজায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল বারবার উচ্ছেদ নির্দেশ দিচ্ছে। এটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জোরপূর্বক স্থানান্তর করার যুদ্ধাপরাধের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সমান বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিও)। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি আচরণ তদন্তকারী জাতিসংঘের বিশেষ কমিটি গণহারে বেসামরিক হতাহতের ঘটনা এবং ঝুঁকিপূর্ণ অবস্থা ফিলিস্তিনিদের ওপর ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুদ্ধাপরাধের অভিযোগ এইচআরডব্লিওর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বৃহস্পতিবার এক প্রতিবেদনে এইচআরডব্লিও ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করার জন্য যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। প্রতিবেদনে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ জোগাড় করেছে। এতে দেখা যায়, ইসরায়েলি কর্মকর্তারা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জোরপূর্বক স্থানান্তর করার যুদ্ধাপরাধ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করে চলেছে। এইচআরডব্লিও আরো বলে, ফিলিস্তিনিরা আর ফিরে যেতে সক্ষম হবে না এমন এলাকাগুলোয় ইসরায়েলের কার্যকলাপ জাতিগত নির্মূলের সংজ্ঞার মধ্যে পড়ছে বলে মনে করা হচ্ছে। এইচআরডব্লিওর গবেষণ নাদিয়া হার্ডমান উল্লেখ করেন, ১৭২ পৃষ্ঠার প্রতিবেদনটি গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বয়ান, কৃত্রিম উপগ্রহ চিত্র বিশ্লেষণ এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত বিভিন্ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জাতিসংঘের হিসেবে ২০২৪ অক্টোবর পর্যন্ত ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর আগে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ২৪ লাখ বাসিন্দার বসবাসের হিসাব ছিল। এইচআরডব্লিওর মধ্যপ্রাচ্য বিভাগের মুখপাত্র আহমেদ বেনচেমসি বলেন, গাজার বিশাল অংশকে পদ্ধতিগতভাবে বসবাসের অযোগ্য করে তুলছে ইসরায়েল। কিছু ক্ষেত্রে তা স্থায়ীভাবে হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০ ত্রাণকর্মী নিহত : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানবাধিকার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংগঠনগুলো বলছে, গত এক মাসে গাজায় অন্তত ২০ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে অক্সফামের চার কর্মীও রয়েছেন। সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>