<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাপক হারে আত্মঘাতী ড্রোন বানানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএ গতকাল শুক্রবার জানিয়েছে, কিম জং উন এই আত্মঘাতী ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার দেখেন। এরপর তিনি নির্দেশ দিয়েছেন, ব্যাপক হারে এই ড্রোন বানাতে হবে। উত্তর কোরিয়ার আনম্যানড এরিয়াল টেকনোলজি কমপ্লেক্স (ইউএসিটি) এই ড্রোন উৎপাদন করবে। কেসিএনএ জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর কথা বলেছেন কিম। এরপর পুরোদমে এই উৎপাদনের কাজ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। আত্মঘাতী ড্রোনের মধ্যে বিস্ফোরক থাকে, সেগুলো নিখুঁতভাবে লক্ষ্যে গিয়ে আছড়ে পড়ে। তারপর বিস্ফোরণ ঘটে। মধ্যপ্রাচ্যে বা ইউক্রেনের যুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করা হয়েছে। উত্তর কোরিয়া গত আগস্টে প্রথমবার এই আত্মঘাতী ড্রোনের কথা জানায়। কেসিএনএ জানিয়েছে, এই সপ্তাহে আত্মঘাতী ড্রোনের যে পরীক্ষা হয়েছে, তাতে ড্রোনগুলো নিখুঁত লক্ষ্যে গিয়ে আঘাত হানতে পেরেছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, মাটিতে বা সমুদ্রে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে এই ড্রোন আঘাত হানতে পারে। সূত্র : ডয়চে ভেলে</span></span></span></span></p>