<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভারতের উত্তর-পূর্ব মণিপুর রাজ্যে অস্থিরতা আরো বেড়েছে। গতকাল শনিবার রাজ্যটির রাজধানী ইম্ফলে দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। পুলিশ বলছে, জিবিরাম জেলায় অপহৃত ছয়জনের হত্যার বিচার দাবি করতে গিয়ে বিক্ষোভকারীরা মন্ত্রী ও বিধায়কদের বাড়িঘরে তাণ্ডব চালায়। মণিপুরের এক পুলিশ কর্মকর্তা বলেন, উত্তেজিত জনতা ল্যামফেল সানাকেইথেল এলাকায় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সপম রঞ্জনের বাড়িতে হামলা চালায়। এ ছাড়া ভোক্তাবিষয়ক এবং গণবণ্টন মন্ত্রী এল সুশীন্দ্র সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা করে বিক্ষুব্ধরা। অন্যদিকে ইম্ফল পশ্চিম জেলার সাগোলবান্দ এলাকায় বিজেপি বিধায়ক আর কে ইমোর বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ইমো সম্পর্কে  রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের মেয়ের জামাই। প্রতিবাদকারীরা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়। এ ছাড়া তিদ্দিম রোডে কেইশামথং বিধানসভার স্বতন্ত্র বিধায়ক সপম নিশিকান্ত সিংয়ের মালিকানার সংবাদপত্র অফিসের সামনে জড়ো হয় একদল প্রতিবাদী। অফিস ভবনের সামনের বেশ কিছু অস্থায়ী স্থাপনায় ভাঙচুর চালানো হয়। এ দিনের হামলার ঘটনার পরেই মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। শুক্রবার ও গতকাল শনিবার মিলিয়ে মণিপুরে উদ্ধার হয়েছে ছয়টি মরদেহ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন</span></span></span></span></span></p> <p> </p>