<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত আটজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছে। হামলায় কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ সংকটে ভোগা ইউক্রেনে নতুন করে রুশ হামলার কারণে চলতি শীতে ব্যাপক দুর্ভোগ পোহানোর আশঙ্কায় আছে ইউক্রেনীয়রা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রবিবার কয়েক শ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে রাশিয়া। এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়া দেশটির বিদ্যুত্ব্যবস্থা আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের জ্বালানি সরবরাহকারী ডিটিইকে জানিয়েছে, কিয়েভ ও পূর্ব ইউক্রেনের দোনেত্স্ক ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। এ ছাড়া কৃষ্ণসাগর উপকূলীয় শহর ওডেশার কিছু অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো টেলিগ্রামে বলেন, ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থায় হামলা করেছে রাশিয়া।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনে চালানো সবচেয়ে বড় হামলাগুলোর একটি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এএফপি</span></span></span></span></span></p>