<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫৮ জন। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বেসরকারি মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (ফরাসি আদ্যক্ষরে এমএসএফ) আমান্দে বেজেরোল জানিয়েছেন, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। সংস্থাটির গাজা শহরে একটি ক্লিনিক রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানিয়েছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল এক বিবৃতিতে আইআরসি বলেছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী মাসগুলোতে উত্তর গাজায় খাদ্যসংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা তিন গুণ হবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে গাজাজুড়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে। অনাহার, অপুষ্টি ও রোগের কারণে সেখানে মৃত্যুহার দ্রুত বাড়ছে। পরিস্থিতি নাজুক। এই ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে দিন আছে, সপ্তাহ নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : আলজাজিরা</span></span></span></span></p>