<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিজবুল্লাহ গোষ্ঠীকে ধ্বংসের নামে লেবাননে ইসরায়েলি হামলা জোরদার হওয়ার পর দুই মাসের কম সময়ে দুই শর বেশি শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘ এই তথ্য জানিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মুখপাত্র জেমস এল্ডার বলেন, গত দুই মাসে লেবাননে প্রতিদিন গড়ে অন্তত তিন শিশু নিহত হয়েছে। অনেক শিশু আহত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি জানান, গত দুই মাসে লেবাননে চলমান সহিংসতায় এক হাজার ১০০ শিশুর বেশি আহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা সংঘাত শুরুর পর থেকে উত্তর ইসরায়েলে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে লেবাননের হিজবুল্লাহ বাহিনীরও পাল্টাপাল্টি লড়াই শুরু হয়। গত সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর গোষ্ঠীকে ধ্বংস করতে লেবাননে তুমুল বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে তারা লেবাননে স্থল অভিযানেও নামে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই। বেইত লাহিয়ার একটি হাসপাতালের পরিচালক বলেছেন, ইসরায়েলি বাহিনী হাসপাতাল ভবনে গুলি ছুড়েছে। এতে হাসপাতালের ক্ষতি হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ৪৩ হাজার ৯৭২ জন নিহত হয়েছে এবং এক লাখ চার হাজার আটজন আহত হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননে মার্কিন দূত আমোস হোচস্টেইন : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সঙ্গে হিজবুল্লাহ গোষ্ঠীর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে লেবাননে গেছেন মার্কিন দূত আমোস হোচস্টেইন। গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে সাক্ষাৎ করেন হোচস্টেইন। মার্কিন দূতের সঙ্গে আলাপকালে লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি যুদ্ধবিরতি দিতে এবং লেবাননের শহরগুলোয় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ করতে তাগিদ দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে স্পিকার বেরির সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে মার্কিন দূত বলেন, তিনি ইসরায়েল ও হিজবুল্লহ যুদ্ধ বন্ধের প্রকৃত সুযোগ দেখেছেন। আর এই কারণেই তিনি বৈরুতে এসেছেন। সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></p>