<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলায় ভয়াবহ সংকট দেখা দিয়েছে। তীব্র খরা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতির কারণে পানি ও বিদ্যুতের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে সেখানে। সিরিয়ার প্রায় ১০ লক্ষাধিক মানুষ পানি ও বিদ্যুতের সংকটে পড়েছে। ওই সব অঞ্চলে এরই মধ্যে বিদ্যুৎ ও পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় শতাধিক হামলা চালিয়েছে তুরস্ক। তেলক্ষেত্র, গ্যাস সরবরাহ কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোয় এসব হামলা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলায় সিরিয়ার হাসাকা প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে মূল পানি সরবরাহ কেন্দ্র আলৌকের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেখানকার বাসিন্দারা ২০ কিলোমিটার দূর থেকে ট্যাংকারের মাধ্যমে পানি সংগ্রহ করছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর-পূর্ব সিরিয়ার জনগণের জীবনে বর্তমানে এক ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তার আহবান জানিয়েছে দেশটির জনগণ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে তুরস্কের দাবি, এই হামলা কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর আয় এবং ক্ষমতার উৎস ধ্বংসের জন্য পরিচালিত হয়েছে। সূত্র : বিবিসি</span></span></span></span></p>