<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানি তালেবানের হামলায় আট সেনা নিহত হয়েছে। এ ছাড়া সাত পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, খাইবারপাখতুনখোয়া প্রদেশের তিরাহ এলাকায় এক সংঘর্ষে আট সেনা ও ৯ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, খাইবারপাখতুনখোয়ায় একটি তল্লাশিচৌকি থেকে সাত পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছে। হামলাকারীরা পুলিশের অস্ত্রও নিয়ে গেছে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>