<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের সহিংসতায় অন্তত ৩২ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে। গতকাল শনিবার নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা জানান, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের লড়াই চলছে। নিহতদের মধ্যে ১৪ জন সুন্নি এবং ১৮ জন শিয়া সম্প্রদায়ের। এর আগে গত বৃহস্পতিবার শিয়া সম্প্রদায়ের মানুষবাহী গাড়িতে বন্দুকধারীর গুলিতে ৪৩ জন নিহত হন। এর প্রতিশোধ নিতে গত শুক্রবার কুররাম শহরে সুন্নিদের স্থাপনায় হামলা চালায় শিয়ারা। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাত ৭টার দিকে সুন্নি অধ্যুষিত বাগান বাজারে হামলা চালান শিয়া সম্প্রদায়ের লোকজন। গুলি চালানোর পর ওই বাজার ও আশপাশের বাড়িতে আগুন জ্বালিয়ে দেন তাঁরা। তিন শতাধিক দোকান ও শতাধিক বাড়ি পুড়ে যায়। স্থানীয় সুন্নিরা এ সময় পাল্টা গুলি চালান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এএফপি</span></span></span></span></p> <p> </p>