<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিনের মিত্র ব্রুক রলিন্সকে কৃষিমন্ত্রী মনোনীত করার মধ্য নিয়ে ১৫ সদস্যের নতুন মন্ত্রিসভার মনোনয়ন সম্পন্ন করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শনিবার তিনি এ ঘোষণা দেন। ট্রাম্পের ১৫ সদস্যের মন্ত্রিসভায় পাঁচজন নারী রয়েছেন। নবীন ও প্রবীণের সমন্বয়ে নিজের পরবর্তী প্রশাসন গঠন করেছেন ট্রাম্প। যদিও তাদের সবাইকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন লাগবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক বিবৃতিতে ট্রাম্প বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক রলিন্স কৃষকদের রক্ষা করার প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন, যারা প্রকৃতপক্ষে আমাদের দেশের মেরুদণ্ড।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রুক রলিন্স দীর্ঘদিন ধরে ট্রাম্পের শীর্ষ সহযোগী হিসেবে কাজ করে আসছেন। ট্রাম্পপন্থী ও ডানপন্থী থিংকট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে কাজ করেছেন ব্রুক। তিনি অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক এবং ডমেস্টিক পলিসি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কাজ করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় থেকে কৃষি উন্নয়ন বিষয়ে স্নাতক সম্পন্ন করা ব্রুক পরবর্তী সময়ে আইনজীবী হিসেবেও কাজ করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিনেটের অনুমোদন পেলে তিনি খামারের ভর্তুকি, কেন্দ্রীয় পুুষ্টি কর্মসূচি, মাংস পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যকার বাণিজ্যিক চুক্তি নিয়ে পুনরায় আলোচনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রুকের মনোনয়নের মধ্য দিয়ে ট্রাম্প তার পরবর্তী প্রশাসনের ১৫ জনের নাম ঘোষণা করলেন। তবে চূড়ান্ত নিয়োগ পেতে তাদের প্রত্যেকের সিনেটের অনুমোদন লাগবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্পের মন্ত্রিসভার অপর সদস্য : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আগে রবার্ট কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী, মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী, পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী, স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী, পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল, ডগ বারগামকে স্বরাষ্ট্রমন্ত্রী, হাওয়ার্ড লাটনিককে বাণিজ্যমন্ত্রী, লরি শাভেজ-ডিরেমারকে শ্রমমন্ত্রী, স্কট টার্নারকে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী, সোন ডাফিকে পরিবহনমন্ত্রী, ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী, লিন্ডা ম্যাকমোহনকে শিক্ষামন্ত্রী, ডগ কলিন্সকে ভ্যাটেরানস অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী ও ক্রিস্টি নোয়েমকে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী মনোনীত করেন ট্রাম্প। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>