<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্রান্সের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কারজয়ী লেখক কামেল দাউদের বিরুদ্ধে আলজেরিয়ায় মামলা করা হয়েছে। আলজেরীয় এই লেখক তার মনোরোগ বিশেষজ্ঞ স্ত্রীর এক রোগীর জীবনকাহিনি চুরি করে গল্প লিখেছেন বলে মামলায় অভিযোগ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকেই </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হুরিস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপন্যাসের জন্য গোঁকু পুরস্কার জিতেছেন কামেল দাউদ। বইটি আলজেরিয়ার ১৯৯০-এর দশকের গৃহযুদ্ধের পটভূমিতে লেখা। গৃহযুদ্ধের গণহত্যা থেকে বেঁচে যাওয়া সাদা আরবেন নামের এক নারী আলজেরিয়ান টেলিভিশনে হাজির হয়ে অভিযোগ করেছেন, বইটির নায়িকা ফজরের গল্প বোনা হয়েছে তার ব্যক্তিগত জীবনের ওপর ভিত্তি করে। সাদা আরবেন জানান, গৃহযুদ্ধে পরিবারের প্রায় সবাইকে হত্যা করা হয়। তার গলাও কেটে ফেলে দুষ্কৃতরা। এখন তিনি স্পিকিং টিউবের মাধ্যমে কথা বলেন। উপন্যাসে ফজরের জীবনও একই ঘটনা ঘটেছে।  ২০১৫ সাল থেকে দাউদের ভবিষ্যৎ স্ত্রী আইচা দাহদৌর সঙ্গে একাধিক সাইকিয়াট্রিক সেশন করেছেন সাদা আরবেন। এই দম্পতি অনুমতি ছাড়াই তার জীবনকাহিনি ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন সাদা। সূত্র : দ্য গার্ডিয়ান</span></span></span></span></span></p>