<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরে নরওয়ে সরকার থেকে এই ঘোষণাটি এলো। নরওয়েজিয়ান স্টেট সেক্রেটারি আন্দ্রেয়াস ক্রাভিক দেশটির টেলিভিশন চ্যানেল টিভি২-কে এক সাক্ষাৎকারে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় থাকায় নেতানিয়াহু বা অন্য কেউ যদি নরওয়েতে আসে, আমরা তাদের গ্রেপ্তার করে আইসিসির কাছে হস্তান্তর করব। কারণ নরওয়ের আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা রয়েছে। সে অনুসারে তাদের গ্রেপ্তার করে আইসিসির কাছে হস্তান্তর করা আমাদের কর্তব্য। এদিকে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেছেন যে, সুইডেন ও ইউরোপীয় ইউনিয়ন আইসিসি আদালতের গুরুত্বপূর্ণ কাজগুলোকে সমর্থন করে এবং এই আদালতের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করে।</span></span></span></span></span></p>