<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিধস ও আকস্মিক বন্যায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উত্তর সুমাত্রা প্রদেশের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টির পর নদীর দুকূল প্লাবিত হয়। এতে বাড়িঘর ও কৃষিজমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জেলার সেমাংগাট গুনুং এলাকায় উদ্ধারকার্য পরিচালনায় সর্বাত্মক চেষ্টা করছে কর্তৃপক্ষ। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জুসপ্রি এম নাদিয়াক জানান, স্থানীয় সময় রবিবার রাতে ভূমিধসে দুটি বাড়ি ও একটি কুঁড়েঘর চাপা পড়ে ছয়জন মারা গেছেন। আহত অবস্থায় ৯ জন সরে যেতে সক্ষম হন। এখনো নিখোঁজ রয়েছেন চারজন, তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। গত রবিবার দক্ষিণ তাপানুলি জেলার একটি নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আকস্মিক বন্যায় সেখানে কমপক্ষে ১০টি বাড়ি ভেসে গেছে, ১৫০টি বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা প্রধান পুপুত মাশুরি জানিয়েছেন, বন্যায় ১৩০ হেক্টরেরও বেশি কৃষিজমি ধ্বংস হয়েছে ও বহু মানুষ আহত হয়েছেন। ডেলি সেরডাং জেলায় আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সেখানে নিখোঁজ দুজনের সন্ধান বের করার চেষ্টা চলছে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>