<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ অবতরণের সময় পিছলে একটি বাড়িতে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার ভোরের এ দুর্ঘটনায় আহত হন উড়োজাহাজে থাকা আরো তিনজন। তবে মাটিতে কেউ আহত হননি বলে কর্মকর্তারা জানিয়েছেন। ডিএইচএলের পক্ষ থেকে সুইফটএয়ার এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছিল। জার্মানির লিপজিগ থেকে উড়োজাহাজটি ছেড়ে এসেছিল। লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের মুখপাত্র বলেছেন, গন্তব্যস্থলের বিমানবন্দরে অবতরণের জন্য এগিয়ে আসার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিমানবন্দরের মুখপাত্র জানান, উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭-৪০০। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উড়োজাহাজটি মাটিতে পড়ে টুকরা টুকরা হয়ে যায় এবং ১০০ মিটার পিছলে গিয়ে রানওয়ের কাছের একটি ভবনে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। বিমানের ধাক্কা লাগা বাড়িটি থেকে ১২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিসকর্মীরা বাড়িটির ওপর পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান এবং ঘটনার পর ঘিরে ফেলা হয় কাছের রাস্তাগুলো। লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের মুখপাত্র বলেছেন, দুর্ঘটনার পেছনে তারা বিস্ফোরণ ঘটার কোনো আলামত পাননি। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>