<p>আফগানিস্তানে তিন বছর আগে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে তিন শতাধিক সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন বলে আফগানিস্তানে জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে। দেশটিতে সাংবাদিকরা নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে আফগান কর্তৃপক্ষকে গণমাধ্যমের সুরক্ষার আহবানও জানিয়েছে ইউএনএএমএ।</p> <p>জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) এবং জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে সাংবাদিকরা ‘চ্যালেঞ্জিং পরিস্থিতিতে’ কাজ করছেন। এদিকে জাতিসংঘ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তালেবান-নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের নির্বিচারে শত শতবার আটকের ওই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে। সূত্র : এএফপি</p>