<p>রাশিয়ার কালো তালিকা থেকে আফগানিস্তানের তালেবানের নাম শিগগিরই বাদ দেওয়ার আশ্বাস দিয়েছেন রুশ নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু। গত সোমবার কাবুলে তালেবান নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।</p> <p>তালেবান ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে খুব বেশি বিদেশি কর্মকর্তা আফগানিস্তান সফর করেননি। কারণ এখনো কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। নারীর ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা জারি করায় অনেক পশ্চিমা দেশ তালেবান সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতায় জোর দিয়ে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরির ক্রমবর্ধমান চেষ্টা করে যাচ্ছে কাবুল।</p> <p>আফগানিস্তানের অর্থনীতিবিষয়ক উপপ্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত সোমবার কাবুলে শোইগুর সঙ্গে সাক্ষাৎ করে। বারাদারের দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার মাত্রা বাড়াতে রাশিয়ার আগ্রহের কথা জানিয়েছেন শোইগু। তিনি আরো ঘোষণা দিয়েছেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য তালেবানের নাম রাশিয়ার কালো তালিকা থেকে বাদ দেওয়া হবে।</p> <p>শোইগুকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থাগুলো বলেছে, তিনি কাবুলের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চান। তবে মস্কোর কালো তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার উদ্দেশ্যে তিনি আফগানিস্তান সফর করেছেন কি না, তা নিশ্চিত করেননি।</p> <p>শোইগু বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ সমস্যা নিষ্পত্তির গতি বাড়াতে দুই দেশের মধ্যে একটি গঠনমূলক রাজনৈতিক সংলাপ গড়ে তোলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করছি।</p> <p>তিনি আরো বলেন, আফগানিস্তানে প্রাকৃতিক সম্পদ উত্তোলন প্রকল্পে অংশ নেওয়ার পরিকল্পনা আছে বিভিন্ন রুশ কম্পানির। সূত্র : এএফপি</p>