<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরান নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে ছয় হাজারের বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপন এবং এরই মধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালুর পরিকল্পনা করছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি এজেন্সিকে (আইএইএ) ইরান এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার সংস্থাটির একটি গোপন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইএইএর প্রতিবেদনে ইরানের পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত উল্লেখ রয়েছে। ইরান এ ঘোষণা দিয়েছে গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে আইএইএর ৩৫ দেশের বোর্ড অব গভর্নরদের পাস করা একটি প্রস্তাবের জবাবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানোর অর্থ হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরান আরো দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এতে পরমাণু অস্ত্র প্রসারের ঝুঁকি বাড়বে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন সেন্ট্রিফিউজগুলোর জন্য নির্দিষ্ট মাত্রায় ৫ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা বলা হয়েছে। এটি ৬০ শতাংশের তুলনায় অনেক কম, বিশেষ করে ফোর্দো পরমাণু কেন্দ্রে এই নিম্ন বিশুদ্ধতার পরিকল্পনাটি ইরানের পক্ষ থেকে একটি সমঝোতামূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। ইরান বর্তমানে নাতানজ ও ফোর্দোতে দুটি ভূগর্ভস্থ এবং নাতানজের একটি ভূপৃষ্ঠে পরীক্ষামূলক কেন্দ্রে ১০ হাজারের বেশি সেন্ট্রিফিউজ পরিচালনা করছে। দেশটি ১৬০টি মেশিনের বেশি নিয়ে গঠিত ৩২টি নতুন ক্যাসকেড স্থাপনের পরিকল্পনা করছে এবং ১১৫২টি উন্নত আইআর-সিক্স মেশিন নিয়ে একটি বিশাল ক্যাসকেড তৈরি করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিকল্পিত সেন্ট্রিফিউজের সংখ্যা এরই মধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজগুলোর তুলনায় অনেক বেশি। এগুলো চালু করতে ইউরেনিয়াম ফিডস্টক ব্যবহার করতে হবে, যা এখনো কার্যকর করা হয়নি। ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে  নতুন ক্যাসকেড স্থাপনের পর তাদের জন্য প্রয়োজন হতে পারে এমন সব তথ্য ইরানকে জানিয়েছে আইএইএ, বিশেষ করে ফোর্দো পরমাণু কেন্দ্রের বিষয়ে বাড়তি সতর্ক অবস্থানে আছে সংস্থাটি। কারণ এটি পাহাড়ের মধ্যে নির্মিত এবং সেখানে ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে। নাতানজেও একই মাত্রার সমৃদ্ধকরণ করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেতানিয়াহুর হুমকি : ইরানের</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরানের পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে তাঁর দেশ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব কিছু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করবে। গত বৃহস্পতিবার নেতানিয়াহু এ হুঁশিয়ারি দিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করলে ইরান তাদের পরমাণু অস্ত্র তৈরির ওপর থেকে নিজ আরোপিত বিধি-নিষেধ তুলে নিতে পারে, তেহরানের একজন শীর্ষ কূটনীতিক এই সতর্কবাণী উচ্চারণ করার পর নেতানিয়াহু হুমকি দিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করতে চলেছে ইরান। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরস্পর শত্রুদেশ ইসরায়েল ও ইরান এ ধরনের কথার লড়াই শুরু করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেতানিয়াহু বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখতে প্রয়োজনীয় সব কিছু করা হবে। এর আগে গত মঙ্গলবার নেতানিয়াহু বলেছেন, লেবাননে যেদিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হবে, তার পরদিন থেকেই ইরানের দিকে মনোযোগ দেবেন তাঁরা।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির চুক্তি হয়। এ জন্য ইরানকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত রাখা হয়েছিল। ইরান অবশ্য পরমাণু অস্ত্র নির্মাণে তাদের প্রচেষ্টার কথা বরাবরই অস্বীকার করে আসছে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>