<p><span style="font-family:SolaimanLipi">সমঝোতা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের নাজুক যুদ্ধবিরতি গতকাল শুক্রবার তিন দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের যে চুক্তি হয়েছে, তাতে ৬০ দিনের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে মোতায়েন থাকবে। কোনো পক্ষই অন্যপক্ষের ওপর আক্রমণ চালাবে না।</span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা আরো তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। গাজার মেডিক্যাল সূত্রগুলো গতকাল জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।  উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি ট্যাংক আরো অগ্রসর হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি নিয়ে আবারও সাবধান করেছে জাতিসংঘ। ইসরায়েলের নির্বিচার হামলার মুখে ধ্বংস, মৃত্যু আর ক্ষুধার জনপদ হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডটি। ২০ লাখের বেশি বাসিন্দা খাদ্য ও সুপেয় পানির তীব্র অভাবে ভুগছে। জাতিসংঘের ফিলিস্তিনসংক্রান্ত সংস্থা জানিয়েছে, উত্তর গাজার একাধিক জায়গা এখনো বিচ্ছিন্ন হয়ে আছে। সূত্র : আলজাজিরা</span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>