<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখে তুষারপাত শুরু হতেই দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে তাপমাত্রা নামতে শুরু করেছে। শুধু তা-ই নয়, উত্তর প্রদেশ, হিমাচল, বিহার, পাঞ্জাব ও হরিয়ানায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। গতকাল শনিবার কাশ্মীরের পহেলগাঁওয়ে তাপমাত্রা হিমাঙ্কের ৩ ডিগ্রি নিচে নেমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন হিমাচল প্রদেশের পাঁচ জেলায় তুষারপাত হবে। সতর্কতাও জারি করা হয়েছে। জানা গেছে, কিন্নৌর, কুলু, লাহুল স্পিতি, কাংড়া ও চম্বায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শ্রীনগরে তাপমাত্রা হিমাঙ্কের ১ ডিগ্রি নিচে নেমে গেছে। মধ্য প্রদেশেও তাপমাত্রা নামতে শুরু করেছে। গত শুক্রবার ভোপালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা নভেম্বরে ৩৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে তাপমাত্রা। তবে পাঞ্জাব ও চণ্ডীগড়ে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজস্থানেও ঠাণ্ডার দাপট বাড়তে শুরু করেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>