<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়, বাকি তিনজনের মৃত্যু হয়েছে ভারতে। গত শনিবার বঙ্গোপসাগর থেকে আসা ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ উপকূল অতিক্রম করে। এতে দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গতকাল রবিবার ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, পুদুচেরিতে গত ৩০ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ে চেন্নাই শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে। শনিবার শহর থেকে বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়। তবে রবিবার সকাল থেকে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, দমকা বাতাস বইছে। ভারি বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট। আটকে পড়া লোকজনকে উদ্ধারে নৌকা ব্যবহার করা হয়েছে। চেন্নাইয়ে বৃষ্টিপাত কমে যাওয়ার পর পুদুচেরিতে ত্রাণ তৎপরতা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাতে এক লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৬ জনের। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট</span></span></span></span></span></p>