<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বোমা হামলা চালিয়ে ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক স্থাপনা তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মোগল স্থাপত্যকলার এই নিদর্শন ঘিরে হঠাৎ বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর প্রদেশ পর্যটন দপ্তরের ই-মেইলে এই হুমকি দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হুমকি পেয়ে তাজমহল এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালান স্থানীয় পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ জানায়, সেখানে বিপজ্জনক কোনো বস্তু মেলেনি। ভুয়া আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই ই-মেইল পাঠানো হয়েছিল পর্যটন দপ্তরে। বেশ কয়েক দিন ধরেই ভারতের স্কুল, ট্রেন, হোটেল ও ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা বেড়েছে। তবে এসব হুমকির বেশির ভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। উত্তর প্রদেশের সহকারী পুলিশ কমিশনার সৈয়দ আরিব আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেখানে বিপজ্জনক কোনো বস্তু মেলেনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস, সংবাদ প্রতিদিন</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>