<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল গতকাল মঙ্গলবার দেশে জরুরি সামরিক আইন জারি করেছেন। সামরিক আইন জারির পক্ষে সাফাই গেয়ে তিনি বলেছেন, দেশকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমিউনিস্ট শক্তির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হাত থেকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির কাছ থেকে আসা হুমকি থেকে  মুক্তমনা দেশ দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করতে আমি এই জরুরি সামরিক আইন জারির ঘোষণা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ইয়ন সুক অভিযোগ করেছেন, বিরোধীরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। সামরিক আইনের অধীনে দক্ষিণ কোরিয়ায় কী ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে নিজের ভাষণে ইয়ন সুক কিছু বলেননি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, এই সামরিক আইনের মাধ্যমে তিনি স্বাধীন গণতান্ত্রিক দেশ পুনরায় গড়বেন। ২০২২ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইয়ন সুক বিরোধীদের নিয়ন্ত্রিত পার্লামেন্টের বিরুদ্ধে তার এজেন্ডাগুলো চাপাতে লড়াই করে যাচ্ছেন। ইয়ন সুক বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়াপন্থী শক্তিকে সরাতে এবং উদার সাংবিধানিক শৃঙ্খলা রক্ষা করতে তিনি সামরিক আইন জারির সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া তার অন্য কোনো উপায় ছিল না বলে তিনি দাবি করেন। <br /> সূত্র : বিবিসি, এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>