<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৫ সালের জন্য তার দেশের বাজেট অনুমোদন করেছেন। আগামী বছরের বাজেটের এক-তৃতীয়াংশই খরচ হবে প্রতিরক্ষা খাতে। গত রবিবার প্রকাশিত বাজেটে বলা হয়েছে, ১২৬ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করবে রাশিয়া। এর আগের রেকর্ড বাজেটের চেয়েও এটি ২৮ বিলিয়ন ডলার বেশি। আগামী তিন বছরের বাজেট সম্পর্কে বলা হয়েছে, ২০২৬ ও ২০২৭ সালে দেশটিতে প্রতিরক্ষা বাজেট কমানো হতে পারে। গত রবিবার ২০২৫ সালের জন্য যে প্রতিরক্ষা বাজেটের অনুমোদন দিয়েছেন পুতিন, তা পরে অনুমোদন করেছে রুশ পার্লামেন্টের উভয় কক্ষই। বিশ্লেষকদের মতে, এ বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলের খানিকটা ভূখণ্ড দখল ছাড়া কিয়েভের এই যুদ্ধে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। যুদ্ধ ক্ষেত্রে একের পর এক </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খারাপ খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পাচ্ছে ইউক্রেন। তবে এখনই এই যুদ্ধে কাউকে বিজেতা আখ্যা দেওয়া যাচ্ছে না। উভয় পক্ষেরই বিপুল সেনা, সম্পদ ও রসদের খরচ হয়েছে এই সংঘাতে। যুদ্ধের শুরু থেকেই উপকরণ ও সেনাসংখ্যায় পিছিয়ে ছিল ইউক্রেন। সূত্র : সিএনএন</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>