<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিয়েতনামে আবাসন খাতের ধনকুবের ট্রুং মি লানের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশটির আদালত। গতকাল মঙ্গলবার লানের আপিল আবেদনটি খারিজ করে দেওয়া হয়। দক্ষিণাঞ্চলীয় হো চি মিন সিটির দ্য হাই পিপলস কোর্ট লানের মৃত্যুদণ্ড বহাল রাখার ব্যাপারে অনড়। মৃত্যুদণ্ডের সাজা কমানোর কোনো যৌক্তিকতা নেই বলেই মনে করছেন আদালত। তবে লান যদি আত্মসাৎ করা অর্থের তিন-চতুর্থাংশ ফিরিয়ে দিতে পারেন তাহলে সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আবাসন কম্পানি ভান থিন ফাত হোল্ডিংস গ্রুপের চেয়ারপারসন লান। গত এপ্রিলে এক হাজার ২০০ কোটি ডলার পরিমাণ অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত করে এই নারী ধনকুবেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনাকে ভিয়েতনামের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জালিয়াতিসংক্রান্ত মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভিয়েতনামে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন বিখ্যাত ব্যাবসায়িক নির্বাহী এবং সরকারি কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। লান তাদেরই একজন। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>