<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তার রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। গত বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এই সিদ্ধান্ত আসাম গরু সংরক্ষণ আইন, ২০২১-এর অধীনে বিধি-নিষেধ বাড়ানোর জন্য নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে। বর্তমান আইনে নতুন বিধান সংযোজন করে গরুর মাংস খাওয়ার নিষেধাজ্ঞা আরো কঠোর করা হয়েছে। আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। কিন্তু আসাম গবাদি পশু সংরক্ষণ আইন ২০২১ অনুযায়ী, হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সিদ্ধান্ত নিয়েছি, আসামের কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। প্রকাশ্য অনুষ্ঠানেও গরুর মাংস খাওয়া যাবে না। প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : ইন্ডিয়া টুডে</span></span></span></span></span></p>