<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরওয়ের অস্ত্রবোঝাই একটি জাহাজ গত বৃহস্পতিবার সন্ধ্যায় পোল্যান্ড যাওয়ার পথে ডুবে গেছে। নরওয়ের সেনাবাহিনীর সংবাদপত্র ফরসভরেটস ফোরামের প্রতিবেদনে  এ কথা জানানো হয়। এদিকে নরওয়ের টিভি চ্যানেল এনআরকের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কাছে একটি পোলিশ বিমানবন্দরের সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ জাহাজটি পোল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজডুবিতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নরওয়ের পশ্চিম উপকূলে হাউজসুন্ডের বাইরে গ্রাউন্ডিংয়ে একটি নরওয়েজিয়ান ন্যাটো বাহিনী মোতায়েন আছে বলে খবরে বলা হয়। সেখান থেকেই ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের বিমানবন্দরের চারপাশে নিরাপত্তা বজায় রাখতে নরওয়ে ১০০ সেনা, যুদ্ধবিমান এবং </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাসামস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাচ্ছিল বলে জানানো হয়। অস্ত্রভর্তি জাহাজটি ডুবে যাওয়ার পর সামরিক সরঞ্জামগুলো রক্ষার জন্য অস্থায়ীভাবে এলাকাটিতে কোনো নৌযানের যাতায়াত বা প্রবেশ নিষিদ্ধ করা হয় বলে একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন।</span></span></span></span></span></p>