<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল-বশির। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সিরিয়ায় অনুপ্রবেশ করা ইসরায়েলের সামরিক বাহিনী দামেস্কের প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পৌঁছে গেছে বলে গতকাল সিরিয়ার নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহীদের জোটের বিদ্যুত্গতির আক্রমণে রাজধানী দামেস্ক ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এর দুই দিন পরই দেশটিতে সামরিক অভিযান চালাল ইসরায়েল। এর আগে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলে গোলান মালভূমি সংলগ্ন একটি বাফার জোন দখল করে নেয়। এরপরই রাতভর দেশটির সেনা ও বিমান ঘাঁটিগুলোতে বিমান হামলা চালায়। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় অন্তত ৩০০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার যুদ্ধবিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে গতকাল বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। চলমান হামলাকে ইসরায়েলের বিমানবাহিনীর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইতিহাসের সবচেয়ে বড় পরিসরের অভিযানগুলোর একটি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে রাজধানী দামেস্ক ও সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোতে এসব হামলার ফলে নতুন প্রশাসনের জন্য দায়িত্ব পালন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় অসম্ভব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হয়ে পড়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানী দামেস্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে অব্যাহত আক্রমণে বিদ্রোহীদের জন্য রাষ্ট্রীয় অবকাঠামো রক্ষা এবং সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি পত্রিকা টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রবিবার থেকে সিরিয়ার তিনটি প্রধান বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ও অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। আরেক ইসরায়েলি পত্রিকা ইয়েনেট জানায়, এই মাত্রায় আক্রমণ অব্যাহত রাখলে কয়েক দিনের মধ্যেই সিরিয়ার বিমানবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) সিরিয়ায় ইসরা য়েলের আক্রমণ এবং বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার জনগণ বিদেশি দখলদারি ও সহিংসতা থেকে মুক্ত, তাদের দেশ আবার পুনর্গঠনের যোগ্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সিএআইআর এক্সে দেওয়া এক বিবৃতিতে গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে অস্ত্র পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নিন্দা করেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৌশলগত হারমন পর্বত ইসরায়েলের দখলে</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> : সিরিয়ার সংকটকালে আধিপত্য বিস্তারের নতুন উদ্যোগ নিয়েছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভূমি অধিগ্রহণ শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে চলছে এই অধিগ্রহণ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিরিয়ার অংশে থাকা হারমন পর্বতের নিয়ন্ত্রণ নিয়েছে। গত রবিবার আইডিএফ সিরিয়া-ইসরায়েল সীমান্তের গোলান মালভূমির </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাফার জোন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দখলের পর সিরিয়ার অংশে থাকা হারমন পর্বতের নিয়ন্ত্রণ নেয়। হারমন পর্বত কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে শত্রুদের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দামেস্কের এই সরকারের অন্তর্গত একটি রাসায়নিক অস্ত্র কারখানায়ও হামলা চালায় আইডিএফ, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংকটে সিরীয় শরণার্থীরা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাশার আল আসাদের পতনের পর যুক্তরাজ্য ও ইউরোপের একাধিক দেশ সিরীয় নাগরিকদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে। এসব দেশের মধ্যে জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স ও গ্রিস অন্যতম। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এএফপি, বিবিসি, আলজাজিরা</span></span></span></span></p>