<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ অস্বীকার করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯৯)। সিঙ্গাপুর প্রণালির কাছে দুটি ক্ষুদ্র দ্বীপের দাবি ছেড়ে দেওয়া ঘিরে চলমান বিতর্ককে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহাথির বলেছেন, যদি তিনি বিশ্বাসঘাতক হন তাহলে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলও বিশ্বাসঘাতক। কারণ মাহাথিরের প্রধানমন্ত্রিত্বের মেয়াদকালে আনোয়ারের স্ত্রী তার উপপ্রধানমন্ত্রী ছিলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিঙ্গাপুর প্রণালির কাছে দুটি ক্ষুদ্র দ্বীপের দাবি ছেড়ে দেওয়ার অভিযোগে গত সপ্তাহে মাহাথিরের বিরুদ্ধে দেশটির একটি রাজকীয় তদন্ত কমিশন ফৌজদারি তদন্ত চেয়েছে। মাহাথির বলেন, ২০১৮ সালে সিঙ্গাপুর প্রণালির কাছে ক্ষুদ্র দ্বীপের দাবি নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত তৎকালীন মন্ত্রিসভা আইন বিশেষজ্ঞদের উপদেশ শুনে নিয়েছিল। তারা এর বিরুদ্ধে কথা বলতে পারত, কিন্তু তারা কেউ কিছু বলেনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিঙ্গাপুর প্রণালির দুটি ক্ষুদ্র দ্বীপ পেদ্রা ব্রাংকা ও সাউথ লেজ নিয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে বিরোধ রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : ব্যাংকক পোস্ট, সিএনএ</span></span></span></span></p>