<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধনকুবের রুপার্ট মারডকের বিশাল মিডিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী নিয়ে আইনি লড়াইয়ের নিষ্পত্তি হয়েছে। নিজের পারিবারিক ট্রাস্টের পরিবর্তন এবং মৃত্যুর পর বড় ছেলের হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিতে রুপার্ট মারডকের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেভাদার কোর্ট কমিশনার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনি লড়াইয়ে রুপার্ট মারডকের প্রতিপক্ষ ছিলেন তার আরো তিন সন্তান। ওই তিন সন্তানও তাদের বাবার মৃত্যুর পর নিউজ করপোরেশন ও ফক্স নিউজের উত্তরাধিকারী হবেন। রুপার্ট মারডক চেয়েছিলেন, কেবল বড় ছেলে লাচলান মারডক উত্তরাধিকার হোক। লাচলানের তিন ভাই-বোন প্রুডেন্স মারডক, এলিজাবেথ মারডক ও জেমস মারডক এতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, এটাও চাচ্ছিলেন তিনি। সূত্র : এএফপি</span></span></span></span></p>