<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সেই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কাজের প্রতি সমর্থন জানাতে আরেকটি প্রস্তাব পাস হয়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের প্রস্তাব পাস করাকে স্বাগত জানিয়েছে হামাস। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাধারণ পরিষদে গত বুধবার পাস হওয়া প্রস্তাবে গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতির দাবি তোলা হয়। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১৫৮টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ৯টি। আর ১৩টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিন ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কাজে সমর্থন এবং সংস্থাটিকে নিষিদ্ধে ইসরায়েলের করা নতুন আইনের সমালোচনা করে সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ১৫৯টি দেশ ভোট দেয়। সাতটি দেশ এর বিপক্ষে ভোট দেয়। ১১টি দেশ ভোটদানে বিরত থাকে। দুটি প্রস্তাবের ভোটাভুটির আগে সাধারণ পরিষদে প্রতিনিধিরা একের পর এক গাজায় ১৪ মাস ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বানে বক্তব্য দেন। স্লোভেনিয়ার জাতিসংঘ প্রতিনিধি স্যামুয়েঠ জোবোগার বলেন, গাজার আর কোনো অস্তিত্ব নেই। এটি ধ্বংস হয়ে গেছে। সাধারণ মানুষ ক্ষুধা, মৃত্যু আর হতাশার মধ্যে রয়েছে। তিনি বলেন, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের এখন যুদ্ধবিরতি দরকার। আমাদের এখন জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা দরকার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় নিহত ৩৩ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ভূখণ্ডের বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলে বোমা হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, নিহতদের মধ্যে গাজার দক্ষিণ অংশের বিভিন্ন এলাকায় থাকা ত্রাণবাহী ট্রাকগুলোর নিরাপত্তায় নিয়োজিত ১২ প্রহরীও রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস হওয়ার কয়েক ঘণ্টা পার হয়েই ফিলিস্তিনের বিধ্বস্ত ভূখণ্ডটিতে এই রক্তপাত ঘটল। সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></span></p>