<p>সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহীরা সশস্ত্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রতিরোধ</span> শুরু করার পর দেশটিতে নতুন করে ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে।</p> <p>এদিকে আসাদের পতনের পর প্রথম জুমার নামাজে গতকাল শুক্রবার দামেস্কের উমাইয়াদ মসজিদে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। অন্যদিকে সিরিয়া সংকটের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">অ্যান্টনি</span> ব্লিনকেন। একই ইস্যু নিয়ে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ওয়াং</span> ই ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বদর</span> আবদেলাত্তি।</p> <p>এক বিবৃতিতে ওসিএইচএ বলেছে, ‘২৭ নভেম্বর হামলা শুরুর পর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সিরিয়ায়</span> ১১ লাখ মানুষ নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।’</p> <p>ওসিএইচএ বলছে, সংঘাতের মুখে প্রায় ছয় লাখ ৪০ হাজার মানুষ আলেপ্পো <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">থেকে</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">, </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">তিন</span> লাখ ৩৪ হাজার ইদলিব থেকে এবং এক লাখ ৩৬ হাজার মানুষ হামা থেকে পালাতে বাধ্য হয়েছে।</p> <p>অন্যদিকে চার লাখ ৩৮ হাজার বাস্তুচ্যুত মানুষ অন্যান্য এলাকা থেকে ইদলিবে, এক লাখ ৭০ হাজার হামা এবং এক লাখ ২৩ হাজার মানুষ দামেস্কের গ্রামীণ অঞ্চলে এসেছে।</p> <p>এ ছাড়া চার লাখের বেশি মানুষ এখন সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ২৪০টি সম্মিলিত আশ্রয়কেন্দ্রে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">অবস্থান</span> করছে। সহিংসতা বৃদ্ধির <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">শুরু</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">থেকে</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">আলেপ্পো</span>, ইদলিব, হোমস এবং হামায় প্রায় সাত লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে ওসিএইচএ।</p> <p>এদিকে সিরিয়াজুড়ে ইসরায়েলি বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘দেশজুড়ে সহিংসতা হ্রাস করা খুব জরুরি।’</p> <p>যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলাকে ন্যায্যতা দিয়ে বলেছেন, “ইসরায়েলি বাহিনী সম্ভাব্য হুমকি<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif"> ‘</span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ঠেকানোর</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">’</span> চেষ্টা করছে।”</p> <p>এদিকে সিরিয়ার সংকটময় পরিস্থিতিতে সৌদি আরব, ইরাক, লেবানন, মিসর, সংযুক্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">আরব</span> আমিরাত, বাহরাইন, কাতার, তুর্কি, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শীর্ষ কূটনীতিকদের নিয়ে আগামী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সপ্তাহে</span> জর্দান একটি সম্মেলনের আয়োজন করেছে।</p> <p>গত বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">অ্যান্টনি</span> ব্লিনকেন। বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ও তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।</p> <p>জর্দান সফরের পর গত বৃহস্পতিবার তুরস্কে যান ব্লিনকেন। সেখানে আঙ্কারার ইসেনবোগা বিমানবন্দরে এরদোয়ানের সঙ্গে ব্লিনকেনের বৈঠক হয়। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে এক্স-এ এক পোস্টে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ব্লিনকেনের</span> সঙ্গে এরদোয়ানের বৈঠকের একটি ছবি শেয়ার করা হয়েছে। বৈঠকের ব্যাপারে বলা হয়, সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যেন একযোগে কাজ করে, সেই বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা। মার্কিন পররাষ্ট্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয়</span> জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তুরস্ক যেন সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে, তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।</p> <p>এদিকে গতকাল বেইজিংয়ে মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বদর</span> আবদেলাত্তির সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ওয়াং</span> ই। বৈঠকে ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে বেইজিং মিসরের সঙ্গে কাজ করবে। ওয়াং ই বলেন, উভয় দেশ সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সূত্র : আলজাজিরা, এএফপি</p> <p> </p> <p> </p> <p> </p>