<p>ভারতের সংসদে প্রথমবার ভাষণ দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। নিজের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রথম</span> ভাষণেই নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, গত ১০ বছরে সংবিধানের রক্ষাকবচ দুর্বল হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যদি এনডিএ আরো বেশি আসন পেত, তাহলে পাল্টে যেত সংবিধান।  গতকাল শুক্রবার দুপুরে দেশটির লোকসভায় দেওয়া ভাষণে ওয়েনাড়ের সদ্যোনির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা এই কথা বলেন। ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এদিন লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রথমে</span> বক্তব্য দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নাম না করে রাহুল গান্ধীকে ইঙ্গিত করে রাজনাথ বলেন, ‘কয়েকজন শুধু সংবিধান পকেটে নিয়ে ঘোরে। বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করে। কিন্তু আমরা সংবিধানের কাছে মাথা নত করি।’ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রতিরক্ষামন্ত্রীর</span> ভাষণ শেষ হওয়ার পরই বক্তব্য দেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘গত ১০ বছরে এনডিএ সরকারের আমলে সংবিধানের রক্ষাকবচ অনেকখানি দুর্বল হয়েছে। যদি এবারের নির্বাচনে এনডিএ আরো বেশি আসন পেত, তাহলে নিশ্চয়ই তারা বদলে দিত ভারতের সংবিধান।’ সূত্র<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif"> : </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">আনন্দবাজার</span> পত্রিকা, সংবাদ প্রতিদিন</p> <p> </p>