<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম ২০১৯ সালের পর প্রথমবারের মতো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। তবে স্থানীয় সময় গত শুক্রবার রাতে মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট রাষ্ট্রীয় অর্থ বিল পাস করায় সেই অচলাবস্থা কেটে গেছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। বিলটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে, তিনি স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার মধ্যরাতে চুক্তির সময়সীমা অতিক্রমের কিছুক্ষণ পর ৮৫-১১ ভোটের বিশাল ব্যবধানে সিনেটে বিলটি পাস হয়। বেশির ভাগ ডেমোক্র্যাট ও রিপাবলিকান এই পদক্ষেপকে সমর্থন দিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বিলটি গত বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে পাস হতে ব্যর্থ হয়। ওই সময় ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানদের অনেকেই বিলের বিপক্ষে ভোট দেন। এতে দেশটিতে অচলাবস্থা সৃষ্টির শঙ্কা দেখা দেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই তহবিল চুক্তি ছাড়া কেন্দ্রীয় সরকারের লাখ লাখ কর্মী হয়তো অস্থায়ী অবৈতনিক ছুটিতে থাকতেন অথবা বেতন ছাড়াই কাজ করে যেতেন। অচলাবস্থার সৃষ্টি হলে পার্ক, খাদ্য সহায়তা কর্মসূচি এবং কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত প্রাক-বিদ্যালয়ের মতো সরকারি পরিষেবার কার্যক্রম বন্ধ হয়ে যেত বা কমে যেত। একই সঙ্গে সহায়তার ওপর নির্ভরশীল কৃষক এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য সহায়তার পরিমাণ সীমিত হয়ে যেত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ২০১৯ সালে ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে সর্বশেষ সরকারি অচলাবস্থার সৃষ্টি হয়। ওই পরিস্থিতি ৩৫ দিন স্থায়ী হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সপ্তাহে সরকারি সংস্থাগুলোকে তহবিল বরাদ্দ সংক্রান্ত চুক্তির বিষয়ে আইন প্রণেতাদের আলোচনা সফল হয়েছিল। তবে এটি প্রত্যাখ্যান করতে ট্রাম্প এবং তাঁর অন্যতম সহযোগী ধনকুবের ইলন মাস্ক রিপাবলিকানদের আহবান জানালে তা ভেস্তে যায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই প্রক্রিয়ায় ইলন মাস্কের সম্পৃক্ততার সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা। তাঁরা মাস্ককে অনির্বাচিত ধনকুবের আখ্যা দিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্পের ভবিষ্যৎ প্রশাসনে সরকারি ব্যয় কমানোর দায়িত্ব পেয়েছেন মাস্ক। এই বিলের পূর্ববর্তী সংস্করণের তীব্র বিরোধিতা করেছেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিতর্কের সময় রিপাবলিকানরা বলেছিলেন, আগামী ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে নতুন যুগের প্রত্যাশা করছেন তাঁরা এবং কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকবে। যদিও বর্তমানে সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজেট নিয়ে বিতর্কের সময় বিষয়টি নিয়ে নিজ দলের সদস্যদের সমালোচনার মুখে পড়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবাই সঠিক কাজটি করতে একসঙ্গে দাঁড়িয়েছে এবং বছরের শেষ কার্যদিবসে এটি সম্পন্ন করায় আমরা কৃতজ্ঞ। জানুয়ারিতে গুরুত্বপূর্ণ ও নতুন শুরুর জন্য আমরা প্রস্তুত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, আলোচনার সময় তিনি ট্রাম্প ও মাস্ক উভয়ের সঙ্গে ক্রমাগত কথা বলেছেন। সূত্র : বিবিসি  </span></span></span></span></p>