<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় একই পরিবারের সাতটি শিশু নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়ায় গত শুক্রবার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে এই প্রাণহানি ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় টেলিগ্রাম চ্যানেলে জাবালিয়ার একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করে আনার ভিডিও পোস্ট দেন। হামলায় সাতটি শিশুসহ পরিবারটির অন্তত ১২ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে বড় শিশুটির বয়স ছিল মাত্র ছয় বছর। এদিকে গতকাল শনিবার স্থানীয় সময় দুপুরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬১ জন। অন্যদিকে গতকাল স্থানীয় সময় ভোরের দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেলআবিব শহরে আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছে। গত কয়েক দিনের মধ্যে তেলআবিবে এটি এ ধরনের দ্বিতীয় হামলা।    সূত্র : আলজাজিরা, এএফপি</span></span></span></span></p>