<p>আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২৩ হাজার ১৯৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী। গত শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।</p> <p><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার</span> ব্যক্তিদের মধ্যে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">আবাসন</span> বিধি লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৮৩ জন, সীমান্ত <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সুরক্ষা</span> আইন লঙ্ঘনের অভিযোগে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ছয়</span> হাজার ২১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তিন হাজার ৯০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে এক হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>স্বরাষ্ট্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয়</span> জানিয়েছে<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">, </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার</span> ব্যক্তিদের মধ্যে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">৪১ শতাংশ</span> ইয়েমেনি, ৫৭ শতাংশ ইথিওপিয়ান <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এবং</span> বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া বিনা অনুমতিতে সৌদি আরব ত্যাগের সময় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>অভিযানে অবৈধ কার্যকলাপে জড়িতদেরও আইনের আওতায় আনা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কাজের ব্যবস্থা করে দেওয়ায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দেশটিতে</span> বর্তমানে ৩১ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">আইনি</span> ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের মধ্যে ২৮ হাজার ৬০৫ জন পুরুষ এবং দুই হাজার ৫৩৪ জন নারী। নির্বাসনপ্রক্রিয়ার অংশ হিসেবে ভ্রমণ নথি সংগ্রহ করতে ২১ হাজার ৮৪৩ জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া চার হাজার ২৫ জনকে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং ৯ হাজার ৯০৪ জনকে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে।</p> <p>অনুপ্রবেশে সহায়তা, পরিবহন ও আশ্রয়ের ব্যবস্থা করা কিংবা আইন লঙ্ঘনকারীদের যেকোনো সহায়তা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র : গালফ নিউজ</p> <p> </p>