<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট থেকে চলতি জানুয়ারি মাসে ফ্রান্সের সেনা প্রত্যাহার করা হবে। গত মঙ্গলবার বছরের শেষ ভাষণে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা এ কথা বলেন। এর মধ্য দিয়ে সাবেক উপনিবেশ ফ্রান্সের সঙ্গে সম্পর্ক দুর্বল হলো আইভরি কোস্টের। প্রেসিডেন্ট আলাসানে অউত্তারা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের সেনাবাহিনীর আধুনিকায়ন এখন কার্যকর, আমরা সেনাবাহিনীকে নিয়ে গর্বিত। এই পরিপ্রেক্ষিতে আমরা আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, আবিদজানের পোর্ট-বুয়েটের ৪৩তম বিআইএমএ সামুদ্রিক পদাতিক ব্যাটালিয়ন, যেখানে ফরাসি সেনারা অবস্থান করছে, তা ২০২৫ সালের জানুয়ারিতে আইভরি কোস্টের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>