<p>ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যোগ দিতে কাতারের রাজধানী দোহায় যাচ্ছেন মধ্যস্থতাকারীরা।</p> <p>গাজায় আল জাওয়াইদায় নিজ বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল দিরাউই নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় গাজায় দুজন সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের গণমাধ্যম অফিস এই তথ্য নিশ্চিত করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কমপক্ষে ২১৭ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।</p> <p>এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বুরেইজ এলাকা খালি করতে ফিলিস্তিনিদের প্রতি নির্দেশ দিয়েছে। মধ্য গাজা থেকে রকেট ছোড়া হয়েছে দাবি করার পর সেনাবাহিনী এমন উচ্ছেদের নির্দেশ দেয়। অন্যদিকে গাজা সিটির আল শিফা হাসপাতালে প্রবেশপথের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে। গাজায় হাসপাতালগুলোকে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু করার ঘটনায় নিন্দা করেছে জাতিসংঘ। সামরিক আগ্রাসন ও আক্রমণের বাইরে চিকিত্সা স্থাপনাগুলোকে রাখা উচিত বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সূত্র : আলজাজিরা, মিডল ইস্ট নিউজ</p> <p> </p> <p> </p>