<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলীশের বিভাগে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে গত শুক্রবার সকাল পর্যন্ত এই হামলা চালানো হয়। এর জবাবে তালেবান সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম তোলো নিউজ। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের তথ্য জানানো হয়। জানা গেছে, ওই দিন আফগানিস্তানে রকেট ছোড়ে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী। আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণে থাকা তালেবান এই হামলার নিন্দা জানিয়েছে। তবে পাকিস্তানি বাহিনীর রকেট হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোস্তের একজন বাসিন্দা জানান, পাকিস্তান হামলার জেরে যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকেই নিজেদের গ্রামে যেতে পারেননি।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফগানিস্তান সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। তবে তালেবানের দাবি, সেখানে টিটিপির কোনো কর্মকাণ্ড নেই। ২০২৪ সালের শেষের দিকে আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন। যাদের বেশির ভাগই বেসামরিক নারী ও শিশু বলে দাবি করেছে তালেবান। বিশেষ করে গত ২৫ ডিসেম্বর পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজিজ মারেজ নামে সাবেক একজন কূটনীতিক বলেছেন, এ ধরনের হামলা এবং পাল্টা হামলা কোনো ভালো ফল বয়ে আনে না। কিন্তু দুই দেশের মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামরিক বিশ্লেষক হাদি কুরাইশি বলেছেন, পাকিস্তান আফগানিস্তানের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং এই দেশের জন্য আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বোঝা প্রয়োজন। রাজনৈতিক, অর্থনৈতিক এবং ট্রানজিট পদ্ধতিতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তান সরকার এবং আফগান তালেবানের একসঙ্গে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তা সত্ত্বেও দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে আফগানিস্তানে পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে হামলা, পাল্টা হামলার এসব ঘটনা ঘটছে। সূত্র : আলজাজিরা, তোলো নিউজ</span></span></span></span></span></p>