<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতে ১৮ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে অভিভাবকের অনুমতি নিতে হবে। ডিজিটাল পার্সোনাল ডাটা প্রটেকশন রুলস, ২০২৫ নামের একটি খসড়া আইনে এই নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। মূলত শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কেন্দ্র সরকার এমন পদক্ষেপ নিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার কেন্দ্র সরকার এই খসড়া আইন প্রকাশ করে জনগণকে আপত্তি ও পরামর্শ দিতে বলেছে। আগামী ১৮ ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকর করার কথা রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খসড়ায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য শিশুকে দেওয়া সম্মতি যাচাইযোগ্য হতে হবে। একটি শিশু বা প্রতিবন্ধী ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করতে চাইলে অভিভাবকের যাচাইযোগ্য সম্মতি লাগবে। নতুন নিয়মের আওতায় ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলার আবেদন করতে পারবেন। তথ্য পাচারের প্রমাণ মিললে ২৫০ কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে খসড়ায়। সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p>