<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তীব্র শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ ভারি তুষারপাত ও নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কানসাস, কেন্টাকি, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসৌরি ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হিমবাহের কারণে একজন স্কিচালকের মৃত্যু হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারি তুষারে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের রাস্তাঘাট, ব্যাহত হয়েছে চলাচল। অনেক জায়গায় বন্ধ রাখা হয়েছে স্কুল। বাতিল করা হয়েছে এক হাজার ৩০০টির বেশি ফ্লাইট। বেশ কিছু অঞ্চলে দেখা দিয়েছে হাইপোথার্মিয়ার ঝুঁকি। তুষারঝড়ের কবলে পড়া এলাকার লোকজনকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়াবিদরা বলছেন, মূলত মেরু অঞ্চলের ঘূর্ণিবাত্যার কারণে এই প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণিবাত্যা হলো চরম শীতল বাতাসময় একটি এলাকা, যা আর্কটিক মহাসাগরের চারপাশে ঘুরপাক খাচ্ছে। আর সেখান থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে হিমশীতল আবহাওয়ার সৃষ্টি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, তুষারপাতের সবচেয়ে বেশি প্রভাব পড়বে ওয়াশিংটন ও মেরিল্যান্ডে। ওয়াশিংটন ডিসির কিছু কিছু এলাকায় ১৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আজ মঙ্গলবার পর্যন্ত ওয়াশিংটনে শীতকালীন ঝড় অব্যাহত থাকতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল সোমবার ওয়াশিংটনে মার্কিন আইনসভা কংগ্রেসের অধিবেশন বসার কথা, যেখানে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনডব্লিউএস জানিয়েছে, গতকাল সকালে তুষারঝড়কবলিত এলাকার কোথাও কোথাও চার ইঞ্চি তুষারপাত হয়েছে। ভার্জিনিয়ার উলসেতে পাঁচ ইঞ্চি এবং মেরিল্যান্ডের লা প্লাটায় চার ইঞ্চি তুষারপাত হয়েছে। মিড-আটলান্টিক অঞ্চলে ছয় থেকে ১২ ইঞ্চি তুষারঝড় হতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ওয়াইওমিং অঙ্গরাজ্যের অ্যাবসারোকা পর্বতে গত শনিবার হিমবাহের কবলে পড়ে একজন স্কিচালকের মৃত্যু হয়েছে। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>